দীপঙ্কর বেরা কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

দীপঙ্কর বেরা কবিতা

 

বর্ষাপরী



আমি রিক্ত সবুজের প্রাণে ঢালি সুধা
মেটাই নদীনালার জল জল ক্ষুধা
ফুটি ফাটা রুক্ষ মাঠে ভরি মিষ্টি কণা
আমি নাচি বর্ষাপরী মেলে দিয়ে ডানা।
ঝিরি ঝিরি টিপ টিপ অঝোর ধারায়
ফলে ফুলে শস্য জাগে এ বিশ্ব ধরায়
ফোঁটা ফোঁটা সুখ ঢালি ভিজিয়ে নিচোল,
আমি সুপ্তি সিক্ত করি বিছিয়ে আঁচল।

আমি ডাক ছেড়ে যাই গুরু গুরু রব
কর্মের জোয়ারে আনি আশা কলরব
উদ্দাম ভেসে বেড়াই উন্মুক্ত আকাশে
কিশলয় জেগে ওঠে আমার বিভাসে।
সৃজন শান্তির বার্তা আমি বর্ষাপরী
কদম শাপলা ফুলে এ বাংলাকে ভরি।

=======================

No comments:

Post a Comment