চলো অনামিকা
চলো অনামিকা সব কিছু ফেলে দুজনে হারিয়ে যাই
এ শহর ছেড়ে অনামা বিদেশে স্বপ্নের সীমানায়।
চলো অনামিকা মেঘে মেঘে ঢাকা আকাশের ওই পারে
বৃষ্টি যেখানে নূপুর বাজাবে আপন অহংকারে।
হিসেবি খাতারা গুণ-ভাগ ভুলে আঁকবে গোলাপ ফুল
তোমাকে পরাবো নিজ হাতে বোনা ঝুমকোলতার দুল।
হাতে হাত রেখে হাঁটবো দুজনে,বৃষ্টির সীমানাতে
সুখ স্বপ্নেরা অঝোর ঝরবে দারুণ শ্রাবণ রাতে।
এসো ভালবাসি ঠোঁটে ঠোঁট রেখে,এসো অনামিকা, প্রিয়ে
এসো অনামিকা বরষার দিনে অঝোর শ্রাবণ নিয়ে !
******************************
বৃষ্টি এলে
বৃষ্টি এলে বুকের ভিতর গোলাপ কুঁড়ি ফোটে
বৃষ্টি এলে মনটা বড় উদাস হয়ে ওঠে।
বৃষ্টি এলে শিউলিতলায়, ছাতিমগাছের ডালে
মনটা বড় কেমন করে বৃষ্টি-ঝরা কালে।
এখন তুমি অনেকদূরে না জানি কোনখানে,
ভিজছো কিংবা গুনগুনিয়ে সুর তুলেছো গানে।
তোমার গানের সেই সুরটাই বৃষ্টি হয়ে এসে
টাপুরটুপুর পড়ছে ঝরে মেঘকে ভালবেসে।
মেঘ বিরহী,কান্নাটা তার বৃষ্টি হয়ে ঝরে
তোমার বুঝি মেঘ দেখলেই আমায় মনে পড়ে?
======000======
Sudipta Biswas,Deputy Magistrate & Deputy Collector,(WBCS Exe.),
Nokari Uttar Para, PS-Ranaghat,Dist- Nadia,Pin- 741202

Osadharon......premik manusher lekhoni thekei romantic kobitar sristi hoi.......
ReplyDelete