জ‍্যোতির্ময় মুখার্জির কবিতাগুচ্ছ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 18, 2018

জ‍্যোতির্ময় মুখার্জির কবিতাগুচ্ছ


মনহারা



বৃষ্টি আজ তুই
ঝড়বি কখন
মন খারাপ আজ
যখন তখন

আজ ভেজার তাড়া
একটু দাঁড়া
হাতটা বাড়া
মন যে কেমন মনহারা

তিস্তা আজও বুকের ভেতর
ছলাৎ ছলাৎ
কান্নাহাসি পাড় ভাঙে
বানভাসি




বৃষ্টি নামুক আজ অনেক রাতে


বৃষ্টি নামুক আজ অনেক রাতে
ভিজবো দুজনে
অকারণে সঙ্গোপনে
তবু ঈশান কোণে মেঘ জমে
উঠবে যে ঝড় আবার মনে


বৃষ্টি হয়ে কাঁদে আকাশ
মেঘ জমে এখানে বারোমাস
আকাশ ভাঙুক আজ আমার বুকে
কড় কড় কড়াৎ অলীক সুখে
হারাবো বলে হারতে আজো রাজি আমি
তোমার কাছে তোমার বুকে




আমি ভালো আছি!



মেঘের ফাঁক গলে উঁকি দিল রোদ
ঘাড় কাত করে মুচকি হাসলাম


আ্যলকোহল... চোরাস্রোত


এভারেস্টের মাথার উপর দাঁড়িয়ে টেরি কাটি আমি
বুকে মেঘ জমে
বৃষ্টি ভিজুক আমি-তুমি

শুয়ে থাকা রোমশ পাথরগুলো‌
উলঙ্গ নদীর বুকে কোরাসে গেয়ে ওঠে
আমরা ভালো আছি !




অনুভব



বৃষ্টি বুকে নিয়ে পাগলা মেঘটা

ভিজিয়ে গেল আমাকে
চোখ তখন তোমার চোখে
অজস্র কথা নিয়ে

যা কখনো বলা হয়নি
মুখে বলে তারাহীন রাতের

অসহ্য নিঃস্বতা পেতে চায়নি আমি

হাওয়াতে তোমার চুলগুলো উড়ছিল
মুখে এক ভুলে যাওয়া গন্ধ
চোখে হাজার প্রজাপতির ভিড়
রামধনু রঙ

একটা ঝাপটা হাওয়া এসে জানিয়ে গেল
হারিয়েছে সেই গন্ধ
তুমি আজ শুধুই পারফিউমেভেজা মেয়েছেলে


মাংসের জঞ্জাল
=====================




জ‍্যোতির্ময় মুখার্জি
বর্ধমান

1 comment: