শ্রীমতী বরষা
ফুটোছাতা ভাঙাশিক বর্ষাজীবন
পদ্য সহজিয়া মীন মুক্তিপিপাসা
হাঁটুপাঁক কাদা জলে কৈশোরের স্মৃতি
আমে বামে অনুগত মৌসুমি ভরসা...
গজাধান গন্ধমাখা মেঘলা আষাঢ়
ব্যাঙাচি ধ্রুপদে মাতে ডাহুক দুপুর
কদম্বের উপবনে সুবাস কুসুম
শ্রীবাস কীর্তনে মজে মৃদঙ্গপুর
কাকভোরে ঠেলাঠেলি শিরাওঠা পায়ে
সারাদিন কেরোসিন উপবাসী ভিড়
রেশনে আদিম টান অন্ধকার গ্রাম
রাধার নূপুরে ধ্বনি মল্লারের মীড়।
জলজ হৃদয়ে ভাসে চলমান পট
ভ্যাপসা সন্ধের ঘাটে জোনাকির ভাষা
উপুড় শস্যের মাঠে আয় বৃষ্টি গান
অন্তর দহনে জুড়ি শ্রীমতী বরষা...
Comments
Post a Comment