গোষ্ঠীদ্বন্দ্ব
সুচন্দ্রা বসু
বনের মধ্যে প্রকাশ্যে এবার শেয়ালদলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু। বনপুরসভার আবর্জনা নিয়ে দলের মধ্যে নিত্য কোন্দল হয়।একদিন প্রকাশ্যে বনেরবাংলোবাজার পুরোসভার বর্তমান শেয়াল সভাপতির সাথে প্রাক্তন শেয়াল সভাপতির বিবাদ বাধে চরমে।
সেদিন সকালে শেয়ালপুরকর্মীরা দফতরে ঢুকতেই হতচকিত হয়ে পড়ে।দেখল পুরসভার এস আই ঘরের সামনে আবর্জনার স্তুপ। কে বা কারা এইরকম ঘটনা ঘটালো তা নিয়ে দোলাচলেপড়ে যায় শেয়ালপুরকর্মীরা।
তবে কিছুক্ষণের মধ্যেই বিষয়টি স্পষ্ট করে দেয় বনবাংলোবাজার পৌরসভার পৌরপিতা তথা প্রাক্তন শেয়াল সভাপতি । তিনি বলেন,বনের'ক' নম্বর ওয়ার্ডের শেয়াল পৌরপিতা এই ঘটনা ঘটিয়েছে।আর তাই ইট মারলে পাটকেলের দাওয়াই-এর কথা বলেন।
প্রাক্তন শেয়াল সভাপতির বক্তব্যকে সমর্থন করে বনের 'ক' নম্বর ওয়ার্ডের পৌরপিতা । তিনি বলেন দীর্ঘদিন ধরে বনের 'ক' ওয়ার্ডের আবর্জনা পরিষ্কার হয় না।তাই এই ঘটনা ঘটিয়েছে এলাকার শেয়ালবাসীরা। যদিও আবর্জনা পরিষ্কারের বিষয় নিয়ে প্রাক্তন শেয়াল সভাপতি যে অভিযোগ করেছেন তা মানতে চাননি বনের বাংলোবাজার পুরোসভার বর্তমান শেয়াল সভাপতি।
উল্টে তার অভিযোগ সভাপতি হওয়ার পর থেকেই তাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছেন প্রাক্তন সভাপতি । এইভাবেই সাফাই অভিযান ঘিরে শেয়ালদলে অন্তর্দ্বন্দ্ব। এ-কারণেই শেয়ালের উপাধি পন্ডিত।পান্ডিত্য না থাকলে দলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না।
২৬৭/৫ জি.টি.রোড
পানপাড়া শ্রীরামপুর হুগলি
পিনকোড ৭১২২০৩
Comments
Post a Comment