কবিতা ।। নববর্ষ ।। সুব্রত কুণ্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।। নববর্ষ ।। সুব্রত কুণ্ডু

নববর্ষ 

সুব্রত কুণ্ডু 


পয়লা বোশেখ মানেই হল নতুন বরষ, 
পয়লা বোশেখ মানেই হল মনের হরষ, 
উথলে ওঠে প্রাণ-- 
রায়বাগানে ছেলেপুলের 
আমেরই সন্ধান। 

পয়লা বোশেখ এলেই হবে নতুন খাতা, 
জীর্ণপাতা ঝরে গিয়ে কচিপাতা, 
সবুজে ভরপুর --
আমের আঁটির ভেঁপু তোলে 
নতুন গানের সুর। 

বোশেখ এলেই ভাঙে সবার খুশির বাঁধ, 
ফিনিক ফোটা জ্যোৎস্না ছড়ায় পূর্ণিমা-চাঁদ, 
জ্যোৎস্না মাখামাখি-- 
ঠাম্-মা শোনায় রূপকথা আর 
আমরা চাতক পাখি। 

বোশেখ মানেই চিরনতুন রবিঠাকুর, 
গানে গানে হৃদয় ভরে রবীন্দ্র-সুর, 
প্রাণে প্রাণে হর্ষ--
আনন্দে ও মন-খুশিতে 
কাটুক নববর্ষ। 

******************

সুব্রত কুণ্ডু 
নবগ্রাম, রহিমপুর, হুগলী 
পশ্চিমবঙ্গ, ভারত 
৭১২৪০৮



No comments:

Post a Comment