বৈশাখ মানে...
রঞ্জন কুমার মণ্ডল
বৈশাখ মানে বাংলা সনের
শুভ প্রথম মাস
হালখাতার মহোৎসব শুরু
দুর্গতি হবে নাশ।
বৈশাখ মানে খাঁ খাঁ রোদ্দুর
তাপের ভ্রুকুটি চলে
পথিকজন জিরিয়ে নেয়
বসে গাছের তলে।
বৈশাখ মানে গাছে কাঁচাআম
ঝিনুকে ছাড়িয়ে খাওয়া
ভোরবেলাতে আম কুড়ানো
শিশুকালে ফিরে যাওয়া।
বৈশাখ মানে গাছে কচিপাতা
কাঁচা আমের দুপুর
দুপুর গড়ালে মাঝে মাঝেই
কালবৈশাখীর সুর।
বৈশাখ মানে তাপের বহর
শুকিয়ে পুকুর জলা
নোনা ঘামেতে চাষীরা মাঠে
চাষ করে সারাবেলা।
বৈশাখ মানে খুশির আমেজে
বৈশাখী মেলা ফেরে
কবি গুরুর জন্মদিন স্মরণ
বাংলার ঘরে ঘরে।
______________________________________
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা,
জেলা -দক্ষিণ ২৪ পরগণা।
পিন-৭০০১৩৭. পশ্চিমবঙ্গ।
ফোন : +91 8240249978.

Comments
Post a Comment