নববর্ষের দিনে
জগদীশ মাল
বছর শুরুর প্রথম দিনে
বসতো চড়ক মেলা,
কচি ধানে ঘেরা মাঠে
কাটতো বিকেলবেলা।
বাবার সাথে যেতাম আমি
পায়ে হেঁটে হেঁটে,
জিলিপি আর আলুকাবলি
ঘুগনি খেতাম চেটে।
মাটির পুতুল খেলনা গাড়ি
মাটির তৈরি মূর্তি,
একটা বাবা কিনে দিলেই
লাগতো মনে ফুর্তি।
এখন মেলা বসেনা আর
নববর্ষের দিনে,
কারা যেন মাঠ নিয়েছে
চড়া দামে কিনে।
বাংলা নববর্ষ এলে
সেইখানেতে ঘুরি,
গ্রাম্য মেলা হয়েছে আজ
ইট-পাথরে চুরি।
-------------
জগদীশ মাল
গ্রাম+পোস্ট -জালালসী
থানা -পাঁচলা
জেলা -হাওড়া
পিন-711411
ফোন-9123706842

Comments
Post a Comment