এসো হে নববর্ষ
সাইফুল ইসলাম
এসো এসো নববর্ষ
সঙ্গে এনো ঝড়,
দাও উড়িয়ে মলিনধুলো
স্নিগ্ধ হউক অন্তর।
মুছে ফেল মনের কালি
হিংসা-বিদ্বেষ যত,
নব সাজে রাঙাও মোদের
যৌবনাবতী মত।
জল বাতাসের ছোঁয়া পেয়ে
মন মৃত্তিকার চারা,
বটবৃক্ষের রুপ ধরে আজ
নিজেই আত্মহারা।
যাক না খসে বিবর্ণ পাতা
দূঃখ নাহি তাতে,
রাতের ব্যথার হউক উপশম
শীতল প্রভাতে।
চাওয়া পাওয়ার হিসেবখানি
থাক না মনের খাতায়,
আগামীতে সুদ-আসলে
করে নেব আদায়।
------------------------------------------------------
সাইফুল ইসলাম
বর্দ্ধনপাড়া, বীরভূম
Comments
Post a Comment