কবিতা ।। নববর্ষের গল্প বলি ।। তুহিন কুমার চন্দ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 15, 2022

কবিতা ।। নববর্ষের গল্প বলি ।। তুহিন কুমার চন্দ



নববর্ষের গল্প বলি

তুহিন কুমার চন্দ 


শিউলি ডাকে ও চামেলি 
একলা গেলি নদীর ঘাটে,
বুনো চাঁপায় হাস্নুহানার 
গল্প করেই সময় কাটে।

কাঠমালতি এককোনে চুপ 
নববর্ষ আদর করে,
কনকচাঁপার গন্ধে মাতাল 
হাওয়ায় সাথে গল্প করে।

কেয়া বনের ভেতর দিয়ে 
বাবলা কাঁটার বন যে ভীষণ, 
উল্টোদিকে বিলাই খামচি 
এ বনকে করছে শাসন। 

ঝুমকোলতার নূপুর পড়ে 
টাপুরটুপুর বৃষ্টি নামে,
চাঁপার গন্ধে সূর্য ডোবে 
রাতচড়াদের নিঝুম গ্রামে।

শিউলি ডাকে ও চামেলি 
মেঘ ধরেছে গানের কলি,
তারচেয়ে চল মেঘের সাথে 
রূপকথাদের গল্প বলি।

*****************

তুহিন কুমার চন্দ 
সুদর্শনপুর,রায়গঞ্জ-৭৩৩১৩৪
উত্তর দিনাজপুর (প.ব.)
ভারত।
মোঃ ৮৬১৭৮২৯১৩৩

No comments:

Post a Comment