ফিরে পাওয়া
কার্ত্তিক মণ্ডল
একটি বছর গেল চলে
স্মৃতির ঘরটা জ্বেলে
ভাবনা গুলো মুছে ফেলো
কি দিলে কি পেলে ।
যা পেয়েছ সেটাই ভালো
মিছে দু:খ পাওয়া
সব চাওয়া তো হয়না পুরন
বেকার স্রোতে ধাওয়া ।
নতুন বছর যেই না এল
তুলব শঙ্খ রব
প্রতিজ্ঞ করি এসো মোরা
ভুলব বিভেদ সব
জাতপাত আর ধর্ম ধোঁকায়
পড়ব না তো কেহ
সবাই আপন ভাই ভগ্নিকে
করব আদর স্নেহ।
আসুক যতই ঝড় ঝাপটা
কিম্বা অগ্নিপাত
পেরিয়ে যাব পাহাড় টিলা
হাতে রেখে হাত
এইটুকু প্রেম থাকলে বুকে
পৃথিবীটা সবার ঘর
সব চাওয়াটাই পাওয়া হবে
সাফ হলে অন্তর ।
/------------------------------------------/
কার্ত্তিক মণ্ডল
গ্রাম-পশ্চিমবাড়
পোঃ ধনেশ্বরপুর
থানাঃ পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-721166
কথা-9002325046
Comments
Post a Comment