পুজোর দিনে
নিবেদিতা সম্রাট বিশ্বাস
খুশির জোয়ার পুজোর দিনে
মাতাল হাওয়া মনের কোণে
কাশের দোলায় নতুন গান
শিউলি তলায় লাগায় তান।
নতুন সুবাস পুজোর দিনে
নতুন বসন নতুন প্রাণে
অঞ্জলি আর মায়ের ভোগে
আসর বসে এক সে যোগে।
বিদায় বেলায় মন যে ভারী
ফেরার পথে মায়ের পাড়ি
সিঁদুর খেলায় হাসিমুখে
মায়ের আশিসে থাকবো সুখে
কাটিয়ে পুজো আনন্দেতে
থাকবো মায়ের অপেক্ষাতে।।
=======000======
Nivedita Biswas
C/O Sambhunath Biswas
M. M. Ghosh Street
Krishnagar, Nadia
Pin- 741101

Comments
Post a Comment