মদ্যপানে মাতাল হয়,মায়ের পূঁজো করতে,
খবর শুনি আবার কেউ,নেশা করে মরতে।
জ্যান্ত মাকে খাবার দেয়না,তাড়ায় দূর দূর,
দেবী মায়ের জন্য কাঁদে,নরাধম সে অসুর।
শক্তির পূজা করতে নাকি,শক্তি যোগায় মদ,
বিসর্জনে বুকটা ভাসায়,যে ছেলেটা বদ।
মাকে দেয়না ঔষধ খেতে,দেবির জন্য ঢালি,
জন্মদাত্রী মাকে দেয়,কথায় কথায় গালি।
মাকে রেখে আলগা ঘরে,দেবির জন্যআসন,
লুটিয়ে পড়ে প্রনাম করে,নিজের মাকে শাসন।
দেবিকে কয় মাগো তুমি,বছর ধরে থাকো,
বুড়ি মাকে বলে বউকে,কোনের ঘরে রাখো।
মায়ের জন্য পথ্য কিনতে,টাকার অভাব পরে,
দেবির জন্য লক্ষ খরচ,সে ছেলেটি করে।
দেবি বলে আমায় দাও,তুলসি পাতা বেল,
কিন্তু আমরা তবু ঢালি,তেলা মাথায় তেল।
আসল মাকে কষ্ট দিয়ে,করলে দেবি পূজা,
নরকে তুই নিশ্চিত যাবি,হিসাব অতি সোজা।
জীবন্ত মায়ের পূজা করো,সময় থাকতে তাই,
ইহকাল পরকালে,শান্তি পাবি ভাই।
-----------------
Comments
Post a Comment