সবাই যখন ছুটছে জোরে
আমি চলি ধীরে,
সবার দৃষ্টি সামনে যখন
তাকাই পিছন ফিরে।
যুগের সাথে তাল মিলিয়ে
সবাই যখন চলে,
অন্ধকারে পাথর ঠুকি
আদিম মানব দলে।
গ্রাম ছাড়িয়ে শহর কাঁপায়
হাল ফ্যাশানের ছেলে,
ভাবছি আমি ক্যামনে যাব
গাঁয়ের মাটি ফেলে।
কালো চুলে রঙ চড়িয়ে
বলছে হ্যালো হাই,
আমি বলি সোজা বাংলায়
ভালো আছি ভাই।
আমার সমাজ রকেট হাউই
নব প্রযুক্তির জন্য,
আমি রইলাম আমার মাঝেই
আদিম যুগের বন্য।
===========================
সাইফুল ইসলাম
বর্দ্ধন পাড়া,পঞ্চহর
বীরভূম
ফোন-৯৬৪১৭৭০০১৯
Comments
Post a Comment