কবিতা ।। চল যাই ।। লাবণী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

কবিতা ।। চল যাই ।। লাবণী পাল


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
চল সুতনু , তোর সাথে আজ ঘুরতে যাবো -
চেনা শহরের অলিগলি ঘুরে অচেনা মুখ
খুঁজতে যাবো। সাউথ সিটির পাশ দিয়ে এসে
গলির ভেতর ঢুকতে গিয়েই, চোখে পড়বে
বস্তি জীবন - সমান্তরাল দুই পৃথিবী।
ডিস্কো থেকের কাঁচের ফ্লোরে যখন শুরু উন্মাদনা
ঠিক তখনই পায়ের নীচে টানা ফুটপাথ
চট মুড়ি দেয়। তোর সাথে আজ দেখব এসব।
ট্রাম লাইনের সাথে পথ হেঁটে পেরিয়ে যাব
চেনা ময়দান, সবুজের রঙে হঠাৎ করেই
অচেনা দেখাবে শহরের মুখ। ক্লান্তির সাথে
ভাগ করে নেবো কিছুটা সময় উস্ক- খুস্ক।

চল সুতনু , তোর সাথে আজ ঘুরতে যাবো।
হাত ধরাধরি সুখ ও অসুখ, দুঃখ বিলাস
সঙ্গে নিয়েই শহরের পথ দেখতে দেখতে
এই শহরেই হারিয়ে যাবো ...

================

লাবণী পাল।
ধুপগুড়ি , জলপাইগুড়ি।
                                

No comments:

Post a Comment