ছড়া ।। শারদ কাশের শোভা ।। সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

ছড়া ।। শারদ কাশের শোভা ।। সুমন নস্কর



শারদ বেলা         কাশের মেলা         মাঠের আলে।
কাশের সারি       বেশতো ভারি         দুলছে তালে।।
শারদ সুরে          ওই যে দূরে            সাদায় সাদা।
খুশির হুড়ে          দু চোখ জুড়ে         লাগায় ধাঁধা।।

কাশ ফুটেছে       ঘাস ফুটেছে          মাঠের কোলে।
দুলছে মাথা        তুলছে মাতন         দোদুল দোলে।।
কাশের তুলি       বাঁধন খুলি             সোহাগ মাখে।
শারদ সুরে          মাঠ যে জুড়ে          সাদায় ঢাকে।।

দুধ সাদা কাশ    বইছে বাতাস          তুলছে দোলা।
খুশিই ওড়ে        নাচের তোড়ে          বাঁধন খোলা।।
মাঠের আলে     নাচের তালে           কাশের রাশি।
কাশের বনে       ঘাসের বনে            জাগায় হাসি।।
 
==================
 

সুমন নস্কর ।। বনসুন্দরিয়া ।। মগরাহাট।। দক্ষিণ চব্বিশ পরগনা    

No comments:

Post a Comment