ছড়া ।। শরৎকাল ।। সুব্রত চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, September 17, 2021

ছড়া ।। শরৎকাল ।। সুব্রত চৌধুরী


 

কানটি পেতে  খুশে মেতে

শরৎ রানীর সুরে,

রিনিঝিনি ছন্দে নাচে

কাশবালিকা দূরে।


মেঘবালিকা মেঘের ভেলায়

মনের সুখে ভাসে,

ভাটিয়ালি গানের সুরে

মৎস্যকণ্যা  হাসে।


আদ্যিকালের ঢাকের বাদ্যি

তাক ডুমা ডুম বাজে,

রূপের পসরা মেলে ধরে 

শরৎ রানী সাজে।


শিউলি ঝরে টপ টপা টপ

গাছের তলায় ওই,

বিনি সুতোয় মালা গাঁথে

 খুকুর সাথী সই।

 

——————————-

No comments:

Post a Comment