যখন বৃষ্টি নামে
সরসতা ফিরে আসে ধরণীর বুকে
জেগে ওঠে বীজের সুপ্ত ভ্রুণ।
প্রাণ ফিরে পায়
খরার কবলে থাকা বিবর্ণ উদ্ভিদ
ঘনঘন মাথা নেড়ে জানায় সম্ভাষণ।
গান গেয়ে যায়
হৃদয়ের অলিন্দে বাজে সুরের ঝংকার
পাতায় পাতায় হয় কোলাকুলি।
সবুজের বারতায়
অঝোর বারিধারায় সিক্ত এ মন
পূর্ণ হয় কানায় কানায়।
দিবানিশি ওঠে ফুলে আর ফেঁপে
তরঙ্গ আঘাতে মন, সমতা হারায়।
বহে চলে জল শিরায় শিরায়
পাড় ভাঙে যৌবনের জলের ধাক্কায়।
হাসি যায় স্রোতে ভেসে
কুলুকুলু ধ্বনি মেশে নীরব কান্নায়।
-----------------------------------
সাইফুল ইসলাম
গ্রাম- বর্ধনপাড়া
ডাকঘর-পঞ্চহর
জেলা-বীরভূম


Comments
Post a Comment