কবে যে সুখী ছিলাম
দালান জাহান
তোমাকে দেখলেই মনে পড়ে
কবে যেন সুখী ছিলাম
কবে যেন একই আকাশ
হাতে নিয়ে ধরেছিলাম
খির খির মেঘ মুকখু
কবে যেন কোন পাখির শীষে
বুনেছিলাম রঙধনু মন বুনেছিলাম
তোমাকে দেখলেই মনে পড়ে
কবে যেন খুব সুখী ছিলাম! সুখী ছিলাম!
কবে যেন অবারিত ব্রহ্মার জলে
দিয়েছিলাম উজান সাঁতার
ফেলে ভবিষ্যতের অবুঝ-আপেল
ছেয়েছিলাম মৃত্যু ছাতার
কবে কখন জানি কোন জনমে
তোমার চোখের চাঁদে
লক্ষ জনম তাকিয়েছিলাম
তোমাকে দেখলেই মনে পড়ে
কবে যেন খুব....
খুব! খুব-খুব সুখী ছিলাম।
=============
দালান জাহান
১২১/২ তেজগাঁও ঢাকা
০১৭৬১৪৪৩৭৩৯
whats app:01761443739
Email: dalanjahan001@gmail.com

Comments
Post a Comment