হারায়ে খুঁজি
গৌতম শীল
এই পৃথিবী শ্যামল ছিল,
নীল ছিল দূর দিগন্ত।
বছর ভরে খেলতো ঋতু,
গ্রীষ্ম থেকে বসন্ত।
বেগ ছিল না, আবেগ ছিল।
সবাই ছিল আপনজন।
হিংসা,নিন্দা,মারামারি
চলতো না তো সর্বক্ষণ।
ধনী ছিল,গরিব ও ছিল,
অভাব ছিল ঘরে।
গা গতরে খাটতো মানুষ
সকাল সন্ধ্যা জুড়ে।
তরবেতরের রোগ ছিলনা,
বাঁচতো মানুষ নির্ভয়ে।
ইঁদুরদৌড় ছুটতো না কেউ,
চলতো জীবন ধীর লয়ে।
জীবন যেমন চলতে শেখায়,
শিখত তারা সে শিক্ষা।
বিদ্যেবোঝাই বাবুর মতো
করতো না চাকরী ভিক্ষা।
=====০০০=====
গৌতম শীল
পাকুয়াহাট
পো:-- পাকুয়াহাট
জেলা:- মালদা
732138

Comments
Post a Comment