ছড়া ।। কোকিলের গুণ ।। রঞ্জিত বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

ছড়া ।। কোকিলের গুণ ।। রঞ্জিত বিশ্বাস


কোকিলের গুণ

রঞ্জিত বিশ্বাস


সকাল বেলায় কোকিল ভোকাল গাইছে
শ্রোতার মুখে সাবাস শুনতে চাইছে।
ভালো লাগলে গান শোনাবে আরো
শ্রোতার সংখ্যা মাত্র জনা বারো।

দোকানের এক কর্মী খুবই খাটছে
ভোকাল গানে সকাল ভালোই কাটছে।
আজকে সন্ধ্যায় আসবে বেয়ান বেয়াই
গানের তালে দিচ্ছে সে তায় তেহাই।

গাছের তলায় ফোরের ছাত্রী দুটি
গানের সুরে ধরছে অনেক ত্রুটি।
ব্যঙ্গ করে ছড়াচ্ছে তিক্ত বিষ
মুখ ভাঙ্গিয়ে দিচ্ছে কটূক্তির শিষ।

যে শিশুকে খাওয়াতে বেরোয় ঘাম
গান শুনে সে খাচ্ছে খাবার হাম হাম।
মা বলছে ও কোকিল তুই কি থাকবি?
খোকা যখন খাবে তখন ডাকবি।

গানের সুরে নাচছে শিশু গর্ভের
কোকিলের কাছে এটি খুব গর্বের।
হেসে বলছে মা গর্ভধারিনী
কোকিল তোর গুণ আগে বুঝতে পারিনি।
---------------------------- 

 রঞ্জিত বিশ্বাস  
চাঁদপুর,নদীয়া


No comments:

Post a Comment