গভীর ক্ষত
রোহিত কুমার সরদার
শবব্যবচ্ছেদ, ঠান্ডা ঘরে ইস্তাহার টাঙানো
রাজনীতির দড়ি টানাটানি
বহুমাত্রিক ব্যাখ্যা
সমুদ্রের ঢেউকেও ছাপিয়ে যায় চিৎকার
কাকেরাও মুখ ঢাকে।
টায়ারের পোড়া গন্ধ চুরি করে বাতাস
পাঁজর ভাঙা নদী
বুকের ভিতর গভীর ক্ষত নিয়ে বয়ে চলে
কেবল কান্নার ধ্বনিটাকে কেউ
স্তব্ধ করতে পারে না!
..........................................................
রোহিত কুমার সরদার
গ্রাম + পোষ্ট : ক্যানিং
থানা : ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা
চলভাষ -৯০৯১৫০০৪০১

Comments
Post a Comment