এই পৃথিবী হাসবে আবার
দেখে নিও হাসবে
সব দুর্দিন কেটে যাবে
সুদিন আবার আসবে।
সময় তো নয় মুষড়ে পড়ার
ভুলের মাসুল গুনতে
নিরাশা নয় আশার বীজই
এখন হবে বুনতে।
সবাই কাঁধে কাঁধ মিলিয়ে
লড়তে হবে ভাই
দুর্দিনের হার হবেই হবে
তার কোন ভুল নাই।
মানবতার ধ্বজা ধর
সবার উপর তুলে
আমরা মানুষ সেই পরিচয়
না যাই যেন ভুলে।
** ** **
অমরেশ বিশ্বাস
উত্তরণ এপার্টমেন্ট
তৃতীয় তল মধ্য দরজা
রবীন্দ্রপল্লী মেইন রোড
ডাকঘরঃ নিমতা
জেলাঃউত্তর ২৪-পরগণা
ডাক সূচকঃ৭০০০৪৯

Comments
Post a Comment