কবিতা ।। শুভরাত্রি ।। সঞ্জীব সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। শুভরাত্রি ।। সঞ্জীব সেন

 

শুভরাত্রি

সঞ্জীব সেন 


শুভরাত্রি লেখা সব গল্প আমি জানি

এই যে শপিং মল, বেকারত্ব, প্রেম

বিচ্ছেদের গল্প, আশা হতাশার গল্প

বৈশাখী ঝড়ের  গল্প,

সব আমার জানা

কিন্তু লিখব না কবিতায় কোন !

অতিরঞ্জিত কাব্যময়তার ভিড়ে হারিয়ে যায়

সব শুভরাত্রি লেখা ব্যক্তিগত দুঃখ,

বরং একদিন গৃহত্যাগী আলোর পথ ধরে

পৌছে যাবো    নিচ্ছল প্রেমের গল্পে

যেখানে সবার বুকেই তৃষ্না, চক্ষু জুড়ে ।

 

=====০০০===== 


সঞ্জীব সেন

পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড

পোস্ট পানিহাটী

কলকাতা114


No comments:

Post a Comment