~ পলাশ পোড়েল
ছলকে যখন পড়লো মধু, তখন পারঘাটেতে একা,
নৌকা ভাসে,কলসি ভাসে, হলো নদীর সাথে দেখা।
সে জড়িয়ে নিলো, ভরিয়ে দিলো , সুখের দিন-রাত ,
বোষ্টমিই জানে, প্রেমের গানে, উপভোগের মৌতাত।
গেল কত জল, ফুটলো শতদল, তখন ডুব ডুব মন ,
যাচাই করি, বাছাই করি, খুঁজি সেই প্রেম রতন ধন।
আলোকলতার মূল, পেলাম না কূল, চোখেরি ভুলে,
সেই কালা এলো,সব নিয়ে গেল, নীল যমুনার জলে।
মন নদী জানে, কত রঙিন দিনে, বন্ধুর সাথে পিরীতি,
সব কিছু দিয়ে, সব শূণ্য হয়ে, কালাকে পাওয়াই রীতি।
=====০০০=====

Comments
Post a Comment