আজকে যখন বিকেল ভালো
পথ-ঘাটে সব দিনের আলো,
অফিস ফেরার সময় পরে
বাড়ির পথেই মানুষ সরে।
সন্ধ্যাবেলা হঠাৎ কালো
একটু করে যে পাল্টালো।
মেঘের দলে আকাশ ভরা,
বৃষ্টি সে তার কি আর করা!
কারুর কিছু ছিলও জানা,
ফেরার পথে ওষুধখানা,
বাজার-দোকান তবু চলে,
কাজ ছিল যা সেটাও জলে।
জীবন আবার ছাতার দলে,
সন্ধ্যা যখন মেঘের কলে
জল ভরেছে মাটির তলে,
শরীর ভিজেই কথা বলে,
পা-মোজা আজ হাঁটু-জলে,
পাদুকাতে ঢুকেই গলে।
বৃষ্টিধারার ভীষণ ছলে
আকাশ নিজেও রাগেই জ্বলে।
বাতাস মেঘ আজ সদলবলে,
সবটা জলে মুছেই চলে।
বাড়ী গাড়ি ছাদের তলে,
ভালোবাসার ছোঁয়ায় জ্বলে।
দু-চার চাকা জলের তলে,
পথও ভেজে আলোর জলে।
জানলা-ঘরে ছাঁটেও ঢোকে,
বিছানা সেও মাটিই শোঁকে।
তবু এমন নিজেই আসা,
হঠাৎ যেমন ভালোবাসা
দরজা ঠোকে আমার ঘরে,
তখন যেন এমনি করে
আগের বেলা সে ভিড় করে,
এমনি যেন বৃষ্টি-দিনে,
বৃষ্টি এল আমায় চিনে।
আজকে সেটাই মনের পাড়ায়,
আমাকে আজ পিছন তাড়ায়।
পুরানো আজ ইঁটের ঘরে,
স্মৃতি আবার জলেই সরে।
জলেই যখন আকাশ-মাটি,
কি করবো আর ভিজেই হাঁটি।
==================
অমিতাভ সরকার
আনন্দলোক আবাসন, ফ্ল্যাট ২ ই,
১২৭ যশোর রোড,বারাসাত,উত্তর ২৪ পরগনা, কলকাতা-৭০০১২৪

Comments
Post a Comment