প্রিয় শব্দ
শান্তনু গুড়িয়া
একটা কণ্ঠস্বর আমাকে তাড়ায়
জড়তা কাটিয়ে আলস্য ঝেড়ে
কর্তব্য মনে করায়
একটা লাঠি হাওয়ায় শব্দ তোলে সপাং সপাং
বেতো ঘোড়াও তখন টগবগ দৌড়ায়
লাঠ্যৌষধির আশ্চর্য কার্যকারিতায়
একটা বোধ আমাকে নাড়ায়
নাগরিক চাহিদার ভীড়ে যখন দিশেহারা
আমায় টেনে হিঁচড়ে দাঁড় করায়
বিবেকের কাঠগড়ায়,অমানুষেরা ছুটে পালায়
একটা ব্যথা আমাকে জাগায়
বুকের বাঁ দিকে চিনচিন অতি প্রাচীন
পরমাত্মীয়ের মতন কিংবা নিরুপায় পোষ্য যেমন
দুলতে থাকে দু'পা তুলে মালিকের ইশারায়
আর আমি ব্যথার গভীরে চলে যাই
একটি প্রিয় শব্দ আমাকে কাঁদায়
অপ্রাপ্তি ও মনখারাপগুলি মুছে যায়
ওই কালো হরিণ চোখে টলটলে জল
ঝমঝমিয়ে ঝরে পড়ে আমায় ভাসায় |
========================
শান্তনু গুড়িয়া
বাগনান, হাওড়া711303
হোয়াটসঅ্যাপ নাম্বার: 9083174778

Comments
Post a Comment