সিঁড়ি
===============
সমতলে পা ফেলে মাড়িয়ে এসেছি এতদিন
পেন্সিলে আঁকা মানচিত্র
আত্মপ্রতিকৃতিও বলা যায় সেই সব রেখাগুল্মকে
অথবা ভেঙেচুরে পড়া বনেদি ঠিকানা
যাই হোক, যে ভাবেই হোক সেই হিসেব
তার হালখাতা রাখাছিল সমতল ড্রয়ারে
হঠাৎ কী এক আলো নেমে এল কোথা থেকে
যেন সেই বিদেশী সিনেমার দেবতার টর্চ
আর নেমে এল পাণ্ডুরঙের তকতকে সিঁড়ি
এঁকে বেঁকে উঠে গেছে যেখানে রাখা আছে
আমার শেষ শ্বাসবায়ু ...
===============================
অনিন্দ্য পাল
প্রযত্নে- বিশ্বনাথ পাল
গ্রাম - জাফরপুর
পোঃ- চম্পাহাটি
পিন - ৭৪৩৩৩০
থানা- সোনারপুর
দঃ চব্বিশ পরগনা

Comments
Post a Comment