বিদারী ছায়া
পেয়ালায় রাখা আস্ত পৃথিবী বস্পায়িত হতে থাকে
আঁধার নামতে কোন বাহানার প্রয়োজন হয় না
নদীর বুকে বিঁধে গেছে তির
নাব্যতা কখন প্রাগৈতিহাসিক হয়ে ওঠে
আমার ঠোঁটে শুধুই কবরের গান
গড়ে তুলছে একটি লেলিহান গর্ত।
আমি অপেক্ষা করে আছি একটি ফুলে ভরা আকাশ
একটি উজ্জলন্ত ঝড় আমায় ডুবিয়ে দিল
ক্ষতের পর ক্ষত দিয়ে
উলকি এঁকে পতনের অপেক্ষায় হাজারো তারা
সাজানো প্লেট থেকে খুঁটে নিচ্ছে
হজম না হওয়া এক বিশাল শুন্যতা।
তোমার নাভিতে গেঁথে রাখা একটি গনগনে ভালোবাসা
কিভাবে বিষবৃক্ষ হয়ে ভেঙ্গে ফেলে নিজেরই ভূখণ্ড
জানা ছিলনা আমার।
এক মেঘ জল উবে যাচ্ছে মৃত্যু হয়ে
আর আমার উপর প্রতিফলিত হচ্ছে এক বিদারী ছায়া।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়
গ্রাম পোস্ট বৃন্দাবনপুর
বাঁকুড়া
ফোন 9732154888

Comments
Post a Comment