কবিতা ।। সায়ন মোহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, July 17, 2020

কবিতা ।। সায়ন মোহন্ত



টান



হাট দরজা, পথ চলেগেছে নিরুদ্দেশে -
সাহস করে বের হইনি
সিউড়ি থেকে সিসিলি একই পথ বাঁক
কৃষ্ণচূড়া কুড়িয়ে রডোডেনড্রন - ভিন্ন ফুল অতুল সৌন্দর্য ।

স্রোত নিয়ে গেছে বহু বহু দিন
সৈকতে আছড়ে পড়া ঢেউ বলে যায়,  আছে পড়ে ন্যুব্জ,ক্লান্ত সময়
বেড়িয়ে পড়ি -
সামান্য তো সময়
কি হবে স্থবির হয়ে
ঘাস জড়িয়ে ধরেছে পা
অনাম্নী ঝোপ গাছ টেনে ধরেছে জামা
মাথার ওপর ডেকে গেছে কাক, উড়ে গেছে বক
দূর থেকে শোনা যায় মায়ের করুণ ডাক
নাঃ এগোয় না পা
ফিরে যেতে হয় 
অনন্ত পথ পিছে রেখে
আমারই ভাঙা ঘরেতে ।

বিস্মৃতি সঙ্গী আমার ।

--------------

সায়ন মোহন্ত
চাষাপাড়া
কৃষ্ণনগর, নদিয়া-৭৪১১০১

No comments:

Post a Comment