তাপসী লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

তাপসী লাহার কবিতা




আলো-কথা 



এ আলোর ঘুম নেই,
এ আলোর পথ নেই,

এ আলো শেষ বিকেলকথা।

শিশির ভেসে উঠলে তখন ঘাসে,
 এ শিশির  ছবির প্রতিচ্ছবি।

মুহুর্ত আটকে দেয় নির্ভেজাল এ আলো
এ পথ তাই এগোয় ধীরে ধীরে
মাটির বুক চিরে উড়ে বেড়ায় ধুলো।

এ ধুলো মালিন্য নয় শুধু,
শিশুরা যে খেলে বেড়ায় মাঠে

এ মাঠে গল্প আরো কিছু,
বাড়ির পথে সবাই ছুটে যায়,
কিছু ছাগল  কচি পাতার গ্রাসে
   দিনশেষের  ক্ষুধা  যে  মেটায়।



ভীষণ  তাড়ায় ফিরছে সবাই বাড়ি,
বিদায় দিচ্ছে নীরব তালের সারি।
বিকেলরা সব  অবাক সবাক কথা
মনের খোপে ফলে যাওয়া রুপকথা।
=======================