মুক্তগদ্য: শুভঙ্কর চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, April 15, 2019

মুক্তগদ্য: শুভঙ্কর চট্টোপাধ্যায়



রাগ



খুব বেশি রাগ হলে পুরোনো  ডায়েরি খুলে বসি।ফিরে যাই শৈশবে,শিলাবৃষ্টির কোনও রাতে।অনুমতিহীন সব ইচ্ছেরা মরে যেতে যেতে ডায়েরির পাতা জুড়ে বাটিভরে শিল কুড়িয়েছে।দু'একটা আধগলা স্বপ্নের হিমে মাথার আগুন বেশ নিভে নিভে আসে।তখন যে স্রোত নামে মুছে যাওয়া বন্ধুর নামে,তাকে কেউ কান্না বলে না।দেওয়ালের গায়ে যত প্রিয় নাম জল দিয়ে লিখি।যে আমাকে ভালবেসে নয়ানজুলির বুকে একা একা রেখেছিল কাগজের ডিঙি,এতদিন পরে দেখি তারও নাম লিখে রাখা আছে।তুমুল ঝগড়া মেখে বান্ধবী দূরে চলে গেলে,চুপিসারে তার কাছে যত যত ক্ষমা চাওয়া ছিল,সেসবের ছবি পরে গাছে গাছে টাঙানো হয়েছে।ডায়েরি সেসবও বলে কিশোরবেলার অভিমানে।যত পড়ি,গলা বুঁজে আসে।ফিরে যাই বর্ণময় মুখোশের দেশে।

=========================