স্বাধীনতার স্বপ্ন
স্বাধীনতার কবিতা লিখব উত্তেজিত মনপ্রাণ
পরাধীনতার গ্লানি হতে মুক্ত করেছিল যারা
দেশের সেবক ভারতমাতার বীর সন্তান ।
স্বাধীনতা তুমি দামাল ছেলের
রাখালিয়া বাঁশির সুরে
মুক্ত স্বাধীনতার স্বপ্ন তাদের চোখেতে ভাসে।
উদ্দিপ্ত যুবকেরা সন্মুখ সমরে দৃপ্ত পায়েতে হাঁটে
শিশু, বৃদ্ধ, আবাল বনিতা জাগিল জোয়ারে
যোগ দিল শত সহস্র জনসমুদ্রের মিছিলে।
শপথ লইল সবে, লাঞ্ছিত অপমানিত দেশমাতৃকা'কে
মুক্ত করিব আজি পরাধীনতার শৃঙ্খল হতে।
স্বাধীনতার উন্মাদনায় শহীদ হল লাখো তাজা প্রাণ
কত মায়ের বুক হল খালি, হারালো একমাত্র সন্তান।
ব্যর্থ হয়নি লাখো শহীদের রক্তে রাঙানো স্মৃতি
ত্রিরঞ্জিত পতাকাতলে নতজানু হয়ে
বৃটিশ সৈন্য বাহিনী পরাজিত হয়ে যুদ্ধে দিয়েছিল ইতি।
****************************** ********
- দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,
মোবাইল – ৯৮৩৬৮৭০৮৬৪

Comments
Post a Comment