স্বাধীনতা
পথে নামবে বলেই
মুখ থুবড়ে পড়ে
কত মিছিল হেঁটে যায়
ডার্কসাইটে,
নিয়ন আলোয় ঘুম জড়িয়ে
প্রতিবাদ আরও জলভাত...
মুখ থুবড়ে পড়ে
কত মিছিল হেঁটে যায়
ডার্কসাইটে,
নিয়ন আলোয় ঘুম জড়িয়ে
প্রতিবাদ আরও জলভাত...
তবুও আজ
ইচ্ছে পুড়ুক ঠোঁটে
চরিত্র বদলে রাত
হোক সন্তানসম্ভবা।
তাকে পৃথিবী দাও
দাও স্বপ্নের সাম্পান,
তারই ডানায় ঘটুক
শৃঙ্খলতার মধুসমাপন
ইচ্ছে পুড়ুক ঠোঁটে
চরিত্র বদলে রাত
হোক সন্তানসম্ভবা।
তাকে পৃথিবী দাও
দাও স্বপ্নের সাম্পান,
তারই ডানায় ঘটুক
শৃঙ্খলতার মধুসমাপন
====================
সংস্কৃতি ব্যানার্জী
শ্যামনগর
শ্যামনগর
Comments
Post a Comment