রক্তাক্ত ১৫ই আগস্ট
বছর ঘুরে রক্তের কালিতে লেখা,
আবার ফিরে এসেছে সেই দিন-রাত।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের,
অশ্রুভেজা কলঙ্কময় সেই রাত।
রাতের অন্ধকার শেষে সুবহে সাদিকে,
কী নিষ্ঠুর, কী ভয়ঙ্কর- সেই নির্মম হত্যা।
কেঁদেছে আকাশে,কেঁদেছে বাতাস, কেঁদেছে প্রকৃতি
অভিশপ্ত শোকাবহ রক্তাক্ত ১৫ই আগস্ট।
ঘাতকদের মেশিনগানে শহীদ হন,
হাজারো শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সহ অনেকেই।
ঘাতকদের মেশিনগান থেকে,
রেহায় মিলেনি ছোট্ট শিশু রাসেলও।
বাড়ির সিঁড়িতে অযত্ন অবহেলায় পড়েছিল,
জাতির জনক শেখ মুজিবের রক্তাক্ত মৃতদেহ।
স্বদেশের মাটি ও মানুষকে ভালোবাসায় বেঁধেছিলেন,
কোনোদিন ছিন্ন হওয়ার নয় যে বন্ধন।
তাই আজোও মানুষ স্মরণ করে,
বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে।
==========================
মোহাম্মদ ইমাদ উদ্দীন
ঠিকানা:
C/O, মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পূর্ব জোয়ারা (৪৩৮০),
চন্দনাইশ,চট্টগ্রাম,বাংলাদেশ।
মোবাইল: ০১৮২৫৮৬৬৪০৫
বছর ঘুরে রক্তের কালিতে লেখা,
আবার ফিরে এসেছে সেই দিন-রাত।
স্বাধীন বাংলাদেশের ইতিহাসের,
অশ্রুভেজা কলঙ্কময় সেই রাত।
রাতের অন্ধকার শেষে সুবহে সাদিকে,
কী নিষ্ঠুর, কী ভয়ঙ্কর- সেই নির্মম হত্যা।
কেঁদেছে আকাশে,কেঁদেছে বাতাস, কেঁদেছে প্রকৃতি
অভিশপ্ত শোকাবহ রক্তাক্ত ১৫ই আগস্ট।
ঘাতকদের মেশিনগানে শহীদ হন,
হাজারো শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সহ অনেকেই।
ঘাতকদের মেশিনগান থেকে,
রেহায় মিলেনি ছোট্ট শিশু রাসেলও।
বাড়ির সিঁড়িতে অযত্ন অবহেলায় পড়েছিল,
জাতির জনক শেখ মুজিবের রক্তাক্ত মৃতদেহ।
স্বদেশের মাটি ও মানুষকে ভালোবাসায় বেঁধেছিলেন,
কোনোদিন ছিন্ন হওয়ার নয় যে বন্ধন।
তাই আজোও মানুষ স্মরণ করে,
বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবকে।
==========================
মোহাম্মদ ইমাদ উদ্দীন
ঠিকানা:
C/O, মাওলানা মন্জিল, চন্দনাইশ পৌরসভা, ওয়ার্ড নং ০২, পূর্ব জোয়ারা (৪৩৮০),
চন্দনাইশ,চট্টগ্রাম,বাংলাদেশ।
মোবাইল: ০১৮২৫৮৬৬৪০৫
Comments
Post a Comment