তাপসকিরণ রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

তাপসকিরণ রায়ের কবিতা



স্বদেশ






প্রথম বৃষ্টি যখন মাটি স্পর্শ করে সোঁদা মাটির গন্ধ পাই

বালকবেলার কথা মনে পড়ে--মায়ের আঁচলের তলে ঈষৎ

ভেজা শাড়ির ভাজে ভাজে সেই সোঁদা গন্ধের ছোঁয়া ছিল।



কংক্রিট ঘরের দেওয়াল বাধা পেরিয়ে কত দিন দেখেছি উন্মুক্ত নীলাকাশ

দেখেছি পাখিদের উড়ে যাওয়া। দেখেছি ফুল প্রজাপতি ও ভ্রমরা,

সকালের শিশিরের বিন্দুজমা ঘাসমখমলে পা ডোবানোর কথা মনে পড়ে।

প্রথম চৈত্রের খরারোদে গাছ তলে স্বস্তির শ্বাস টেনে নিই।

দুপুরের ভাত ঘুম সেরে দেখি বৈশাখী ঝড় জল মেতেছে।

ছেলেটি নিজেকে হারাতে হারাতে নিরাপদ আশ্রয়ে আবার ফিরে আসে।

অবুঝ শিশুটি হলেও আমিও মার ভাষা বুঝতাম,

চিনতাম মার গায়ের গন্ধ--মার খুশিতৃপ্ত মুখটির কথা খুব করে মনে পড়ে।



স্বদেশ ভূমির ছোঁয়া রোমে রোমে টের পাই--মাটির স্পর্শের অপেক্ষা থেমে নেই

সবুজের অনাবিল আলিঙ্গনের মাঝে যেটুকু কঠোরতা কঙ্ক্রীটে ধরা আছে

সে ধাতব কঠোরতা পেরিয়ে আমি দেখি আমার গ্রাম, ফসলের খেতে দুলে ওঠে অঘ্রাণী ধান,
স্বর্ণালী গমের শীষে বাতাসের দোল খাওয়া দেখি।

দেখি পাখির কন্ঠ থেকে কি ভাবে বেরিয়ে আসে সে আদিম উৎসগান,

মৃত্তিকা আমার, আমার স্বদেশ, আমার মাটি, আমার প্রকৃতিস্পর্শ
আমার এই তিল তিল ধারণ।

No comments:

Post a Comment