রাজনীতি
একেবারে দুগ্ধ পোষ্য জীব
ভোলানাথের ভোলা শিশু
হাতজোড় নিবেদন, গলায় ফুলের মালা
সাদা কাপড়ে একেবারে কালো চামচিকা।
চোখ রাঙানি নন্দীভৃঙ্গীর প্রতি
রাজনৈতিক মতাদর্শে একেবারে জ্ঞানপীঠ,
প্রণামী বাক্সে ক্ষমতার লড়াই, প্রসাদের থালায় লুটোপুটি
সাধারনেরা থেকে যায় আগের মতো সাদা মাঠাই।
রাতের বেলা ভাদ্রমাসের ক্ষ্যাপা কুকুর
দিনের বেলা ভদ্র অতি
ভাজা মাছটি জানে না উল্টে খেতে
আচার ব্যবহারে এমন সুষ্ঠ গতি।
মাইকের সামনে নারী বাঁচাও, যাকে বলে ভদ্র শয়তানী
যেন জন্ম হয়েছে তার
সবার সেবা করার জন্যই।
************************************
Dibyendu Sekhar Das
62, Sashibhushan dey street,
kolkata-700012

Comments
Post a Comment