অরবিন্দ পুরকাইতের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, August 18, 2018

অরবিন্দ পুরকাইতের কবিতা


 

কবিদের উদ্দেশে শাসক





সুযোগ পেলে কবিদেরকে পাকড়ে ধরো
যোগ জানে না - কবিতা-রোগ জ্বালায় বড়ো।
এ কী রে ভাই দিন রাত নাই কবিতা-বাই
কাব্য দিয়ে করবে এরা শাসন যাচাই!

শুনে রাখো দেশ চালানো সহজটি নয়
সেবার সঙ্গে ছড়াতে হয় জবাইয়ের ভয়।
নইলে তো সব বসবে পেয়ে মানবে নাকি
শাসককে না মানলো তবে থাকলটা কী!

তোমার দরদ বিশ্বজোড়া দেখাও দরদ
আমি যেমন করব প্রণাম, সাজব মরদ।
তার চেয়ে কি এই ভালো নয় সঙ্গে থাকো
কলমটাকে নিরাপদে সচল রাখো।

কবি শাসক উভয় মিলে চলব মেপে
দেখলে বেচাল করব নিকেশ, ধরব চেপে!

     
  *      *      *

No comments:

Post a Comment