প্রশান্ত দত্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, May 15, 2018

প্রশান্ত দত্তর কবিতা


শেকল ভাঙার পদধ্বনি


বেলাভুমে নিত্য-নোতুন
        স্রোতের আছাড়,
সমুদ্রতটে পাড় ভাঙে,
আলগা  শিকড়, নরম মাটি
বাস্তুহারা! রক্তনদীর প্রমাদ গুনি।


ধষির্তার কান্না বুকে নিয়ে, আর
   বোবা  ভায়োলিন  হাতে
   নিয়ে, নোতুন দিনের
                স্বপ্ন বুনি।

  বালির বুকে গর্ত  খুঁড়ে
   খোলা পোশাক
জড়ো করি,
মেঘের  ভেলায়  যাত্রী হয়ে
পেরেক ঠুকে  বৃষ্টি  নামাই।


  ঘূর্ণী  হাওয়ায়  পথ ভুলে
    নতুন  পথের পথিক,
চেতন  মনের আগুনে আজ
শেকল ভাঙার  পদধ্বনি ।


জজ্ঞালের পাহাড়  ঠেলে
আবর্জনার রেখাগুলো
     পদাঘাতে মুছে ফেলি।
পাঁকের থেকে পদ্ম তুলে
অকাল বোধনে প্রদীপ  জ্বালাই।

নষ্ট ভগ্নস্তুূপে দাঁড়িয়ে
 এসো  নোতুন সকাল  আনি।।

********************************
















নাম :প্রশান্ত দত্ত
গ্রাম :আমতা, (দক্ষিণপাড়া)
পো:+থানা : আমতা
জেলা: হাওড়া

No comments:

Post a Comment