সোনার ছেলে
বাসুদেব সরকার
আমার দেশে সেই ছেলে তো কই,
ভালোবাসে ফুল পাখি ভালোবাসে বই।
বিদ্যাচর্চা করবে তো পরচর্চা নয়,
কর্মগুণে করবে যে সারাবিশ্ব জয়।
নিজ কর্মে হবে তারা সদা মনোযোগী
মানব সেবায় রত, সেবা দেবে রোগী।
দেশপ্রেমে হবে তারা সদা আগুয়ান,
প্রয়োজনে উৎসর্গ করবে যে প্রাণ।
দুখীজনের দুঃখ নেবে ভাগ করে,
নিরপেক্ষ হবে তারা সকলের তরে।
অন্ন তুলে দেবে মুখে অন্নহীন জনে,
হিংসা বিদ্বেষ কভু থাকবে না মনে।
ছোটোদের স্নেহ আর গুরুজনে ভক্তি,
ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দৃঢ় আত্মশক্তি।
নিজ ধর্মে বিশ্বাস ও মেনে রীতিনীতি
পরধর্মে সহিষ্ণুতা মানবতা প্রীতি।
তেমন সোনার ছেলে করি আশা সবে,
সেই ছেলে দ্বারা হবে সুখ শান্তি ভবে।
মহাস্বর্গ রচিত যে দুনিয়াতে হবে,
আসবে মোদের দ্বারে সেই ছেলে কবে?
================
◼️বাসুদেব সরকার, পেশা: শিক্ষক
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ।
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ।
Comments
Post a Comment