কবিতা ।। স্মৃতির ভেলায় রথের মেলা ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। স্মৃতির ভেলায় রথের মেলা ।। জয়শ্রী সরকার

স্মৃতির ভেলায় রথের মেলা

        জয়শ্রী সরকার


রথযাত্রা নামটা শুনেই পৌঁছে তো যাই ছোট্টবেলায়
বাবার কাছে বায়না ধরি, যাও না নিয়ে রথের মেলায়।
সেই সে দিনের সুখগুলো সব লেপটে থাকে মনের মাঝে
চাইলেও কী ভুলতে পারি? প্রশ্ন করি সকাল-সাঁঝে !

রথযাত্রার রহস্য কী --- সেটাই মাথায় ঢুকতো না যে
আনন্দটাই মুখ্য ছিল --- আর বাকি সব বৃথাই কাজে।
ছুটি পেতাম একটি দিনের ঠিক দুপুরে পৌঁছে যেতাম
জিলিপি আর পাঁপড় ভাজা মনের সুখে হামলে খেতাম !

রথটাকে তো টানবো বলে বায়না ধরি বাবার কাছে
ধমক যে খাই ঠিক তখনই ভীড়ের মাঝে হারাই পাছে।
নাগোরদোলায় আমার সাথে চড়তে হতো বাবাকেও
নাছোড়বান্দা আমি নাকি, ছাড়ছি না তো ধমকালেও !

বায়না করার আগেই বাবা কিনে দিত পালকি-পুতুল
সাজবো বলে সঙ্গে দিত গলার হার আর কানের দুল।
বাবার হাতটা ধরে ধরেই আহ্লাদেতে কাটতো বেলা
মনের সুখে মজা লোটা --- এই না হলে রথের মেলা !

হঠাৎ দেখি মেঘের ঘটা --- বৃষ্টি নামে মুষলধারে
জল-কাদা আর ভীড়ের ঠেলায় দাঁড়াই গিয়ে শেডের ধারে।
ভাবতে গেলেই মন ছুটে যায় সেই সে দিনের রথের মেলায়
হাতড়ে বেড়াই আজকে শুধুই মধুর স্মৃতির এই অবেলায় !

*********************************************
 

 
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর, 
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment