সাইফুল ইসলাম
অর্ধশতক নাঙাপায়ে হেঁটে বহু পথ
শূন্য রহিল হিসাবখানি পুরিল না মনোরথ।
উত্তাল সিন্ধু আঘাতে আঘাতে জীর্ণ করেছে তরী
আপন করি তপ্তবালু উটের লাগাম ধরি।
রক্তে রাঙা চরণ দুটি কন্টক দংশনে
সকল বাধা অনায়াসে লঙ্ঘি দৃঢ় পণে।
বসতবাটি সকল ছাড়ি হয়েছি যাযাবর
কেবা পুত্র,কেবা কন্যা সকল করেছি পর।
লক্ষ্য শুধু সামনে পানে ছিনিয়ে আনি জয়
পর্বতসম সংকল্প মোর হৃদয় অকুতোভয়।
উত্তর -দক্ষিণ এক করেছি স্বর্ণ আকর আশে
ভাগ্য বিরুপ তাই বলে কী সবই জলে ভাসে।
সারাজীবন যোগের অঙ্কে হিসাব টেনে এসে
শেষের পাতায় বিযোগ করি শূণ্য পেলাম শেষে।
-----------------------------------------------------------------
বর্দ্ধনপাড়া,বীরভূম।
Comments
Post a Comment