ডাকবাক্সে তোমার চিঠি
গোলাপ মাহমুদ সৌরভ
আজও আমি প্রতিনিয়ত অপেক্ষায় থাকি
হলুদ খামে প্রিয়তমার চিঠি আসবে বলে,
ডাকহরকরা আমার দরজা কড়া নাড়বে,
চিঠিটা দেখে আনন্দে মনটা ভরে যাবে
অধিক আগ্রহ নিয়ে বারংবার পড়বো,
কবে,কখন যে আসবে প্রিয়তমার চিঠি
প্রশান্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলে চিঠি পড়বো।
একাকী বিষন্ন মনটা একটু স্বস্তি পাবে
তুমি হীন নিজেকে বড়ই একা মনে হয়,
ফেরারি এই মনটা তোমারই কথা কয়।
অভিমানে না-হয় নিজেকে দূরে সরে রেখেছো
বিনিময়ে কষ্ট ছাড়া বলো কি পেয়েছো?
অজান্তে একবার স্মৃতির ডাইরিটা খুলে দেখো
একটি ভুলের জন্য কতোদিন হারিয়ে গেছে,
আমি প্রতিদিন ডাকবাক্সে তোমার চিঠি খুঁজি
অবশেষে ক্লান্ত হয়ে ভাবি আজও এলোনা বুঝি!
============
Comments
Post a Comment