সবুজ জানা
বাজারে গোপন দাঁদন ইহকাল ও পরকালের বোঝা
এখন মৃত্যু হলে আমি ঋণী থেকে যাব আপাদ মস্তক
কোন এক শাইলকের কাছে।
এই মরলোকের ঋণশোধ নিয়ে আমি কিন্তু দু:শ্চিন্তায়!
আমার ঠাকুরমা বলতেন, কাঁধ থেকে ঋণের বোঝা নামাও
গঙ্গা স্নান সারবে....
অন্যথায়
ঋণশোধ পরজন্মেরও দায়
মানুষ কিংবা পশু হয়ে!
ভালবাসায় সুদ, আসল বা লভ্যাংশ আছে কিনা জানি না
তবুও ভালবেসে ঋণী করে যাও তুমি আমায় প্রতিনিয়ত।
ভাবছি এ বোঝা নামিয়ে দেব কাঁধ থেকে
শাপমোচন!
ওগো সই
তবুও পারছি কই।
============
সবুজ জানা
পাঁশকুড়া
পূর্ব মেদিনীপুর
Comments
Post a Comment