কবিতা ।। প্রশ্ন আজও ।। সান্ত্বনা ব্যানার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, May 17, 2023

কবিতা ।। প্রশ্ন আজও ।। সান্ত্বনা ব্যানার্জী

প্রশ্ন আজও

সান্ত্বনা ব্যানার্জী


রবি ঠাকুর তোমার প্রশ্ন বেড়ে গেছে কলেবরে,
উত্তর আজও মেলেনি তোমার প্রাণের আকুল স্বরে। 
সংসার সেই দয়া মায়াহীন স্বার্থের কারাগার,
অন্তর ভরা বিদ্বেষ ক্ষোভ ঘৃণার সমাহার!
দূর্বল আজও নির্যাতিত শক্তের অপরাধে,
বিচারের বানী প্রহসন শুধু ধর্ষিতা নারী কাঁদে।
শোষণ শাসন অত্যাচার যে চলেছে ভিন্ন রূপে,
বিষময় বায়ু , মাটি আর জল সব দূষণের কোপে
কোন অভিশাপে জ্বলে পুডে যায় সবুজ আমাজান
মহীরূহ কত অগ্নিদগ্ধ জ্বলে গেলো কত প্রাণ!
আজও মোরা প্রভু করি প্রার্থনা পরিত্রাণের তরে
নির্মল করো মানব হৃদয় যেথা স্নেহ আছে ভরে।
ক্ষমতার লোভে লোলুপ মানুষ ভালোবাসা গেছে ভুলে,
সেই লোভ তুমি দাও করে দূর হৃদয়ের দ্বার খুলে।

No comments:

Post a Comment