স্বপ্নলোক
আরতি মিত্র
ঘর বেঁধেছি মায়াবী চন্দ্রমায়
আর হেঁটেছি দু এক পা রূপকথায়
অদৃশ্য সে পৃথিবীর ধরাছোঁয়ায়
বাইরে কঠিন কঠোর বাস্তবতায়
আলপথ দিয়ে চলেছি কাব্যময়তায়
এ চলার জানি না শেষ কোথায়?
তবুও নেই শ্রান্তি
নেই ক্লান্তি
এখানে জীবন বইছে অন্য খাতে
আলোর সওয়ারী হয়ে নক্ষত্ররাতে
আঁকাবাঁকা মোহময় যেন সে রূপলোক
নীল গালিচায় মোড়া সে এক স্বর্গলোক।
শুধুই নৈসর্গিক প্রেম ছুঁয়েছে তাকে
লোভ, হিংসা, বিদ্বেষ ধরেনি যাকে
এতদিনে মনের আকুল আর্তির
খোঁজ পেয়েছে সে পরম প্রাপ্তির
শেষ যেখানে সব চাওয়া-পাওয়া
বড়ই মধুর সেখানে পৌঁছে যাওয়া
এখন শুধু আমার মন প্রাণ জুড়ে
পরিতৃপ্তির আবেশ আছে মুড়ে।
======================
Arati Mitra.
Nayabad, Garia.
Comments
Post a Comment