মন্ত্র দাও
মুহা আকমাল হোসেন
হে প্রভু
আমাকে মানুষ চেনার মন্ত্র দাও
সংসার থেকে উৎসব রুট ধরে
প্রমিকার কানের লতির কাছে আওড়ে যাব।
দাও, প্রেম
রাখবো আদীম আধরে
একটা তুলোর হৃদয় দাও হলমার্কওয়ালা লকার।
প্রভু
ভালোবাসবো, বাম পাজরের হাড় দাও
যে হাড় বানিযেছো নির্ভেজাল হাতে
গন্দম গন্ধ পৃথিবীর
আমাকে মানুষ চেনার মন্ত্র দাও
দাও,যে কথায় বেহেশ্ রাখো লুকিয়ে
যে প্রেম রাখো পুলশেরাতের পরে
এই সেই কথা দাও...
আমাকে মানুষ চেনার মন্ত্র দাও
==========================
মুহা আকমাল হোসেন
ছোট সুজাপুর মালদা-৭৩২২০৬
Comments
Post a Comment