অন্দরমহলে
দেবযানী পাল
অন্দরমহল শুধু কি বাড়ির মধ্যে!
একটু ভেবে দেখলে মনেরও মাঝে আছে ' অন্দরমহল '।
একান্ত নিজস্ব একটা মহলের মালকিন আমি
সাজিয়েছি নিজের মত সুখের মনটা বড় দামী
ছড়িয়ে ছিটিয়ে আছে দুঃখ নামের কটা ভৃত্য
কাজ, কষ্টের হিসেব কষে গুছিয়ে রাখা নিত্য।
শান্তি রাখা ফুলদানিতে সাজিয়ে যতন করে
সুবাসেতে মাতোয়ারা,শ্বাস নিই প্রাণে সুখ ভরে,
সুখ পাখি উড়িয়ে দিই মনের খোলা জানালায়
দুঃখের ভৃত্য সরে গেলে ডাকি তারে ফিরে আয়।
কিন্তু আমার অন্দরমহলের দরজা থাকে বন্ধ
দুদ্দাড় প্রবেশে কড়াকড়ি, এতে নেই কোন ধন্দ,
দরজায় লেটার বক্সে যদি দেখি কোন অনুরোধ
ভেবে চিন্তে সায় দেয় মনের আত্ম চিত্ত মর্ম বোধ,
আমি নারী,স্বাধিকার তবু পুরুষতান্ত্রিক সমাজে
আমি স্বতন্ত্র নিজ স্বত্তার অন্দরমহলে থাকি মজে।
Comments
Post a Comment