ইমফলে নিমফল
দিলীপ কুমার মধু
ইমফল জায়গাটা ভারি চেনা চেনা
দেখে যেন মনে হয় আমারই কেনা,
কিন্তু ভাই পিছিয়ে যাই তিতকুটে বলে
তাই ভাই থাকি নাকো আমি আসি চলে,
ইমফলের নিমফল খুব বিখ্যাত
যারা যাবে তারা পাবে নিমফল যত,
নিমগাছগুলো ঠিক আমাদের মতো
বৈচিত্র্যে ভরা তার পাতাগুলি যতো,
দূর থেকে দেখলে ভ্রম ঠিক হবে
নিমগাছ নয়রে ভাই বটগাছ কবে,
থোকা থোকা ফলগুলি গাছে আছে ঝুলে
ইমফলের নিমফল চলো আনি তুলে।
-----------------------------
দিলীপ কুমার মধু, মেমারি,পূর্ব বর্ধমান।
Comments
Post a Comment