দুচোখে নেমেছে শ্রাবণ
একটা মোমবাতির শিখা থেকে।
আমার দুচোখে নেমেছে আঁধার
সমস্ত রাত্রিকে জাগিয়ে জাগিয়ে।
কালো মেঘে ভরে গেছে আকাশ
চোখের দুটি পাতা বুজিয়ে দিয়ে।
শহর আজ বহু বছর পর জেগেছে
উঠে দাঁড়িয়ে মৃত মানুষের বুক থেকে।
আজ এই বর্ষাবাদল
পথঘাট সব জলে পরিপূর্ণ।
সূর্য ডোবার পালা শেষ হয়েছে
এসেছে আবহকাল তারার আড়ালে।
সে একদিন এসেছিল একাকীত্বের মাঝে
এসেছিল আমার বুকের গহ্বরে;
নক্ষত্র রাত্রির বেদনা ভরা প্রহরে
হেমন্তের নীল শিশিরে।।
======০০০======
অভিজিৎ হালদার
গ্রাম-মোবারকপুর
জেলা-নদীয়া।

Comments
Post a Comment